লক্ষাধিক পূর্নার্থীর উপস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নিতি দেব, উত্তরপ্রদেশের জল সম্পদ মন্ত্রী মহেন্দ্র সিং, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মন্ত্রী জায়া গীতা জমাতিয়া, পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা, উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা তনুশ্রী দের্ব্বমা প্রমুখ। স্বাগত ভাষণ রাখেন মেলা কমিটির আহ্বায়ক তথা করবুক মহকুমা শাসক এল. ডার্লং। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করবুক ব্লকের বিএসি চেয়ারম্যান অসিম ত্রিপুরা। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন, তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলা জাতি উপজাতি সকল অংশের মানুষের মহা মিলন স্থল। আস্থা এবং বিশ্বাসের টানে মানুষ এখানে ছুটে আসে।
উত্তরপ্রদেশের জল সম্পদ মন্ত্রী মহেন্দ্র সিং তার ভাষনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভূয়সী প্রশংসা করেন। তীর্থমুখ মেলায় ব্যাপক লোক সমাগম দেখে আপ্লুত হয়ে মুখ্যমন্ত্রী বলেন ভারতীয় কৃষ্টি সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ প্রমাণ করে তীর্থমুখের মেলা। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টলের উদ্বোধন করেন। পরিশেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গোমতীর উৎসস্থলে পূণ্যস্নান করেন। পাশাপাশি পুষ্প আরতী নিবেদনের মধ্য দিয়ে রাজ্যবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুখ্যমন্ত্রী। এদিকে মঙ্গলবার সকাল থেকে দেশ বিদেশের পূর্নার্থীরা গোমতীর উৎসস্থলে পিতৃ তর্পণ, অস্থি বিসর্জন সহ পূণ্যস্নান ও পূজা অর্চনার কাজ চালিয়ে যাচ্ছেন। রাত জেগে মানুষ মেলার আনন্দ উপভোগ করছে।