জেলা দেশ রাজ্য

লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, তবুও সিরিয়াস নয় সাধারণ মানুষ।

শুধুমাত্র প্রশাসন তৎপরতা দেখালেই করোনা মোকাবিলা যে সম্ভব নয় তা হাড়ে হাড়ে টের পেতে চলেছে ভারতবাসী। প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করা উচিত ছিল সাধারণ মানুষের। কিন্তু অনেক মানুষই সেভাবে পাত্তা না দিয়ে যথেচ্ছভাবে লকডাউন ভেঙ্গে রাস্তায় বেরিয়ে সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছেন বলেই মত বিশেষজ্ঞদের। তারা বলছেন শেষ তিনদিনে আক্রান্তের সংখ্যা 1 হাজারেরও বেশি। এই মুহূর্তে ভারতবর্ষে 2000 এর কাছে করোনা আক্রান্তের সংখ্যা। এই সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকবে। এখনো মানুষ সিরিয়াসলি নিচ্ছেন না।

অনেকেই মাঠে খেলতে যাচ্ছেন, চায়ের দোকানে আড্ডা মারছেন, মিষ্টির দোকানে জমিয়ে মিষ্টি কিনছেন, আবার বাজারে সামাজিক দূরত্ব বজায় না রেখে দেদার বাজার করছেন। যদি মানুষ লকডাউনের আগামী দিনগুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে গৃহবন্দি হয়ে না যায় তাহলে করানো ঠেকানো প্রশাসনের পক্ষে অসম্ভব হয়ে পড়বে।স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০। এর মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে ১৪১ জন সুস্থ হয়ে গিয়েছেন। এখন সবটাই নির্ভর করছে সাধারণ মানুষ কতটা প্রশাসনকে সহযোগিতা করবে তার ওপর।

Loading

Leave a Reply