দেশ

লুডো খেলায় বাবা চিটিং করে ঘুঁটি কেটেছে, বিচার চেয়ে আদালতের দ্বারস্থ মেয়ে

অবসর সময়ে পরিবারের সকলে মিলে লুডো খেলায় মজে ধাকা বহু পুরনো অভ্যাস। আর করণা পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থায় সেই লুডো খেলার চল অনেকটাই বেড়ে গেছে। লুডু খেলতে খেলতে চিটিং করা তো হয়েই থাকে। কিন্তু এই লুডো খেলায় চিটিং করার পরিণাম যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা অবশ্য আগে শোনা যায়নি। লুডো খেলায় চিটিং করায় বাবার বিরুদ্ধে প্রতারণার মামলা ঠুকে আদালতের দ্বারস্থ হলেন তরুণী। মধ্যপ্রদেশের ভোপালের এই ঘটনা কার্যত নজিরবিহীন।

জানা গেছে ভাই বোন বাবা মিলে বাড়িতে বসে লুডো খেলছিলেন। সেই সময় বাবা চিটিং করে একটি ঘুঁটি কেটে দেন মেয়ের। তারপরেই কার্যত হুলুস্থুল কাণ্ড। বাবা বিশ্বাস হারিয়েছেন। লুডোতে প্রতারণা করে ঘুঁটি কেটেছেন। এই অভিযোগ তুলে সোজা আদালতে হাজির হন বছর চব্বিশের তরুণী। এ ঘটনায় কার্যত হতবাক বিচারকও। আদালত সূত্রে জানা গেছে, মেয়ে তার অভিযোগে জানিয়েছেন, বাবার কর্তব্য এবং দায়িত্ব মেয়েকে সুখে রাখা। বাবার বাকি ছিল নিজে হেরে মেয়েকে জিতিয়ে দেওয়া। কিন্তু বাবা তাড়া করে প্রতারণা করেছেন। তাই এর বিচার চাই। প্রসঙ্গত লুডো খেলাকে কেন্দ্র করে ঝামেলা মারপিট আগেও হয়েছে। তবে লুডো কে কেন্দ্র করে বাবার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ মেয়ে, এমন ঘটনার নজির বোধহয় খুব একটা নেই।

Loading

Leave a Reply