জেলা

লোকসভা এলাকার আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে রাজ্য সরকারকে কটাক্ষ তারকা সাংসদ লকেটের

হুগলী লোকসভার তারকা সাংসদ লকেট চ্যাটার্জি নিজের লোকসভা এলাকার পাণ্ডুয়া,বলাগড় ও মগরা অঞ্চল পরিদর্শনে আসেন। আমফানের পরবর্তী পরিস্থিতি এবং এলাকার মানুষের সাথে কথা বলতে তিনি এসে উপস্থিত হন পাণ্ডুয়া এলাকায়। সেখানে তিনি রাজ্য সরকার ও প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দেন। তিনি জানান এই রাজ্যে বরাবর ত্রাণের পয়সা নিয়ে রাজনীতি হয়ে এসেছে। কেন্দ্রীয় সরকারের ত্রাণের অর্থ তৃণমূলের নেতারা আত্মসাৎ করেছেন পূর্বেও। সাধারণ মানুষের কাছে তাদের ত্রাণ সময়মত পৌঁছে দিতে ব্যর্থ এই সরকার।

এলাকার বিভিন্ন অঞ্চল দীর্ঘদিন বিদ্যুৎহীন, জলহীন অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি প্রশাসনকে একহাত নিয়ে জানান, সাইক্লোনের মোকাবিলা করতে ব্যর্থ প্রশাসন। যেখানে অগ্রিমভাবেই জানানো হয়েছে পূর্বাভাসের কথা, সেখানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলেই, মানুষ আজ ৩ দিন পরও সমস্যায় রয়েছেন। পাণ্ডুয়া এলাকা পরিদর্শনের পর তিনি রওনা হন বলাগড়ের উদ্দেশ্যে।

Loading

Leave a Reply