নিউ নর্ম্যাল। স্বাভাবিকেও অনেক কিছুই নতুন। বাড়ি থেকে ঘেমে নেয়ে স্টেশনে ট্রেন ধরার তারা। কিন্তু টিকিট কাউন্টারে বেজায় লাইন। লাইনে দাঁড়িয়ে চোখের সামনে দেখতে হয় ছেড়ে চলে গেল ট্রেন। এবার সেই দৃশ্যের হয়তো বদল হতে চলেছে। লোকাল ট্রেনের ক্ষেত্রেও লাইনে দাঁড়িয়ে এবার টিকিট কাটা বন্ধ হতে চলেছে। করোনাকালে কাউন্টারে ভিড় এড়াতে লোকাল ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে মোবাইল অ্যাপ এর উপরেই তো জোর দিতে চাইছে রেল। মূলত সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই পরিকল্পনা বলে জানা গেছে। রেল মন্ত্রক সূত্রে খবর, রেলের যে ইউটিএস অন মোবাইল অ্যাপ রয়েছে তার মাধ্যমেই এবার লোকাল ট্রেনের টিকিট বুকিং এ যোগ দেয়ার পরিকল্পনা হচ্ছে। এতে উপকৃত হবেন স্মার্টফোন ব্যবহারকারীরা।
এছাড়া লাইনে দাঁড়ানোর ঝক্কিও কমবে। এই মুহূর্তে লোকাল ট্রেন দ্রুত চালু করা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছে রেলমন্ত্রক। তবে ট্রেন চালুর ক্ষেত্রে নিয়ন্ত্রণ করাই প্রধান চ্যালেঞ্জ। তাই এবার অ্যাপের মাধ্যমে টিকিট কাটার উপরে জোর দিতে চলেছে রেল। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু এখনো সকলের কাছে স্মার্টফোন নেই বা স্মার্টফোন ব্যবহারে অনেকের ক্ষেত্রেই অসুবিধা আছে। তাই সে ক্ষেত্রে লোকাল ট্রেনের টিকিট অ্যাপে কাটা বাধ্যতামূলক করা হবে কি না তা নিয়ে অবশ্য দ্বিধায় রয়েছে রেল মন্ত্রক।