জেলা

শান্তনুর সম্পত্তির খোঁজে হুগলি জুড়ে তল্লাশি ইডির

যত দিন যাচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একের পর এক যখের ধনের খোঁজ মিলছে। নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনুর ইডির হাতে গ্রেপ্তারের পর একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। রেস্তরাঁ, বাড়ি থেকে রিসর্ট কী নেই তার। এমনকী নিয়োগ দুর্নীতিতে তার স্ত্রী সহযোগী বলে অভিযোগ তুলে পোস্টারও পড়েছে। এবার শান্তনুর সম্পত্তির খোঁজে হুগলি জুড়ে তল্লাশি শুরু করেছে ইডি। শনিবার সকাল ১০টা নাগাদ ব্যান্ডেল নিবেদিতা পার্কে শান্তনুর বিলাসবহুল বাড়ির সামনে এসে হাজির হন ইডির ছয় সদস্যের প্রতিনিধি দল। জানা গেছে বাড়িটি শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার নামে। যদিও এই বাড়িতে কেউ থাকেন না তাঁরা। বাড়িটি তালাবন্ধ অবস্থায় ছিল। প্রথমে ইডির টিম পাড়ার লোকেদের সাথে কথা বলে। এরপর ১০টা ২০ নাগাদ বাড়ির বাইরের গেট খুলে ভিতরে ঢোকেন। তারপর বাড়ির চত্বরে বেশ কিছুক্ষণ ইডির অফিসারদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর তাঁরা গোটা চত্বর ঘুরে দেখেন এবং ১০ টা ৩৫ নাগাদ তালা ভেঙে ঘরের ভিতরে ঢোকেন। আচমকা ওই এলাকায় ইডির অভিযান ঘিরে শোরগোল পড়ে যায়।
অন্যদিকে ইডির আর একটি প্রতিনিধি দল পৌঁছে যান শান্তনুর বলাগড়ের গেস্ট হাউসে, সেখানেও বেশ কিছুক্ষণ তল্লাশি চালান তারা, ১০ বিঘা জমির উপর এই গেস্ট হাউসটি আশেপাশের বহু মানুষের জমি বেদখল করে তৈরি হয়েছে, এমনই অভিযোগ করছেন স্থানীয়রা,
এরপর শান্তনুর চুঁচুড়ার ফ্ল্যাটেও হানা দেন ইডির প্রতিনিধি দল, সূত্রের খবর এদিন শান্তনুর সম্পত্তির খোঁজে হুগলির মোট ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির প্রতিনিধি দল

Loading

Leave a Reply