হঠাৎই বোমাবাজির ঘটনায় মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠল নদীয়ার শান্তিপুর। এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়ায় স্থানীয় তৃণমূল ওয়ার্ডের কার্যকরী সভাপতি গোপীনাথ বিশ্বাসের বাড়িতে হঠাৎ করার অভিযোগ ওঠে। পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বোমার আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন কার্যকরী সভাপতি গোপীনাথ। পরে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গোপীনাথ।
আক্রান্ত গোপিনাথের অভিযোগ, পূর্ব পরিকল্পনামাফিক বিজেপির গুন্ডারা তার বাড়িতে বোমাবাজি করেছে। এদিন তাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল তারা। বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।যদিও, স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের দাবি এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে এলাকায়।