টানা দু’বছর আলোচনার পর অবশেষে হোয়াটসঅ্যাপ পে চালু হতে চলেছে। ২০১৮ সাল থেকে আইসিআইসিআই ব্যাংকের সহায়তায় ১০ লক্ষ মানুষ হোয়াটস অ্যাপ ইউজার ব্যবহার করছিল। যদিও সেটি সরকারিভাবে ছিল না। বর্তমানে কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনার পর প্রথম দফায় অনেকটাই এগিয়ে গেল হোয়াটস অ্যাপ পে চালু হওয়ার কাজ। এবার ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার প্রাথমিক ছাড়পত্র পেয়ে গেল হোয়াটস অ্যাপ। এতদিন ব্যাপারটি কিছুটা ঢিলে তালে চলছিল। তার কারণ হল সরকারের সঙ্গে আলোচনার বিষয়টি ছিল হোয়াটস অ্যাপের ডাটা বা তথ্য কোথাকার সার্ভারে জমা হবে সে নিয়ে সংশয় ছিল সরকারের। সরকার চাইছিল স্থানীয়ভাবে অর্থাৎ ভারতেই জমা হোক তথ্য। আপাতত সমস্ত বিষয়টি ঠিকঠাক চলছে। সিদ্ধান্ত হয়েছে প্রাথমিকভাবে হোয়াটস অ্যাপ পে পুশ পদ্ধতিতে প্রায় ১ কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হবে।
তারপরে সরকারের সমস্ত বাঁধা ধরা নিয়ম মেনে চললেই সবার জন্য খুলে দেওয়া হবে হোয়াটস অ্যাপ পে। হোয়াটস অ্যাপ পে চালু হওয়ার ফলে পেটিএম এবং গুগল পে বেশ বড়সড় ঠোক্কর খাবে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে ভারতে ৪০ কোটি হোয়াটস অ্যাপ ইউজার আছে। তাই হোয়াটস অ্যাপ পে সহজেই মানুষের কাছে পৌঁছে যাবে। জানুয়ারিতেই ফেসবুক ও হোয়াটস অ্যাপ কর্তা মার্ক জুকেরবার্গ জানিয়েছিলেন, ছয় মাসের মধ্যেই চালু হয়ে যাবে হোয়াটস অ্যাপ পে। এখানে ছবি পাঠানো যেমন সহজ হবে, তেমনই টাকা লেনদেন সহজ প্রক্রিয়াতেই করা যাবে। কিন্তু এর সিকিউরিটি ব্যবস্থাও থাকবে আঁটোসাঁটো।