শুক্রবার বিকাল থেকেই শুরু হল দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির। আগামী ৪৮ ঘন্টায় এটা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। পরবর্তীতে তা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের অভিমুখ মায়ানমার উপকূলের দিকে।
এদিন সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। রোদ উঠলেও বৃহস্পতিবার রাত থেকে বা শুক্রবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। আন্দামান সাগরে আজই তৈরি হতে পারে নিম্নচাপ। ৪৮ ঘন্টায় সেটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জান যায়। প্রথমে এই নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিম দিক পরে উত্তর-পূর্ব দিকে সরে যাবে। পরে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে সরে যাবে। এর ফলে উত্তরবঙ্গেও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তবে শনিবার রাতের পর থেকে বা রবিবার সকালে মেঘমুক্ত হবে আকাশ। আজ সকাল থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় হাওয়া অফিস। হাওয়া অফিসের কথা মত এদিন রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হল বৃষ্টিপাত। আর এর জেরে মাথায় হাত কৃষককূলের।