রাজ্য

শুভেন্দুকে বিজেপিতেই আসতে হবে।ওর আর কোন পথ নেই

শুভেন্দু কে আসতেই হবে বিজেপিতে কারণ অন্য কোথাও যাওয়ার জায়গা নেই দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরl আজ হুগলির সিঙ্গুরের বুড়ি গ্রামে চা এ পে চর্চার এক অনুষ্ঠানে এসে দীলিপবাবু জানান তৃণমূলে কোনদিনও সুর ছিল না এতদিন সাহস করে কেউ বলতে পারিনি এখন বলছে, তাদের পদ থাকলেও সম্মান ছিল না তাই সকলে আসছেl তবে সবচেয়ে বড় চমক দেখবেন ২০২১ এ যখন তৃণমূল আউট হবেI

একইসাথে নারোদা প্রসঙ্গে বলেন অভিযোগের ভিত্তিতে হবে না দোষী হলে শাস্তি পাবেlএর সাথে তিনি বলেন পার্টিতে অনেক জায়গা রয়েছে, যোগ্য লোকের দরকার আছেl পরিবর্তনের জন্য সেই যোগ্য লোকের দরকার আছে, তাদের কাজ দেবl একই সাথে তিনি বলেন সিঙ্গুরে না হয়েছে শিল্প না হয়েছে কৃষি,ফলে কৃষকরা বঞ্চিত হচ্ছেl চা পে চর্চার পর দীলিপবাবু স্থানীয় এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজন সরেনl

Loading

Leave a Reply