রাজ্য

শুভেন্দু অধিকারীর দায়িত্বে থাকা দুই মন্ত্রিত্বে কে কে আসছেন জানুন…

বেশ কয়েকদিনের জল্পনার পর অবশেষে রাজ্যের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে চিঠি পৌঁছে দেওয়ার পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকারকে ইমেলেও তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যান পদ থেকে থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। তার জায়গায় নতুন এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত রাজ্যস্তরের একাধিক হেভিওয়েট নেতৃত্ব ও মন্ত্রীদের নিয়ে কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হতে চলেছে।

সূত্রের দাবি, রাজ্যের পরিবহণ দপ্তরের মন্ত্রী হতে চলেছেন ফিরহাদ হাকিম। পাশাপাশি সেচ দপ্তরের মন্ত্রী হতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অন্য একটি সূত্রের অবশ্য দাবি, পরিবহণ মন্ত্রী হিসাবে মদন মিত্রের নাকি নাম উঠে আসছে। সবমিলিয়ে আদি-অন্ত না ভেবেই দলের এই ডামাডোলের পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছে শাসক শিবির। ওয়াকিবহাল মহলের একাংশ বলছেন, যত তাড়াতাড়ি সম্ভব শুভেন্দু চ্যাপ্টার ক্লোজ করতে চাইছে তৃণমূল।

Loading

Leave a Reply