দেশ

শ্বাসকষ্ট নিয়ে আবার হাসপাতালে ভর্তি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সময়টা একেবারে ভালো যাচ্ছে না। কিছুদিন আগেই তিনি করোনাই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বেশকিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর রিপোর্ট নেগেটিভ আসায় তিনি ছাড়া পান। শনিবার রাত ১১ টায় ফের এইমসে ভর্তি করা হয়েছে অমিত শাহকে। হাসপাতালের কার্ডিও নিউরো টাওয়ারে ভর্তি হয়েছেন তিনি।গত ২ অগস্ট তিনি করোনা আক্রান্ত হয়ে মেদান্ত হাসপাতালে ভর্তি হন। ১৪ অগস্ট করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর ছাড়া পান তিনি। এরপর, ফের করোনা পরবর্তী জটিলতার কারণে এইমস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।সেখানে বেশ কয়েকদিন থাকার পর ছাড়া পান। এবার ফের তাঁকে হাসপাতালে ভর্তি করানো হল।

জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা চলছে। দেশে করোনা সংক্রমনের হার ক্রমশই বেড়ে চলেছে। এই মুহূর্তে ভারত বিশ্বে করোনা আক্রান্তর সংখ্যা নিরিখে দ্বিতীয় স্থানে আছে। টানা 37 দিন ধরে ভারত আক্রান্তের দৈনিক হিসাবে শীর্ষস্থানে আছে। অন্যদিকে প্রতিদিন ৯০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে দেশে কোন আক্রান্তের সংখ্যা 50 লাখের কাছাকাছি। বিশেষজ্ঞদের অনুমান শারদীয়ার মরসুমে ভারত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষ স্থান অধিকার করতে পারে। পাশাপাশি কোটি ছুঁতে পারে সংখ্যা। দেশজুড়ে আতঙ্ক কমার কোনো লক্ষণ নেই।

Sponsor Ad

Loading

Leave a Reply