অনাহারে থাকা পরিযায়ী শ্রমিকরা শেষকৃত্য সারতে আসা মৃতের পরিজনদের উচ্ছিষ্ট পচা কলা বেছে বেছে নিয়ে যাচ্ছেন। খিদের জ্বালায় তাঁরা এতটা মরিয়া যে, শশ্মানে পড়ে থাকা পচা ফল খেতেও আপত্তি নেই তাঁদের।
লকডাউনের জেরে কাজ হারিয়ে অস্থায়ী বাসস্থান খুইয়ে দিশেহারা হয়ে উঠেছেন শ্রমিকরা। ওদের কাছে মাথা গোঁজার নেই বাড়ি ,নেই খাবারের ব্যবস্থা। নতুন ১৯ দিন বেড়েছে লকডাউনের মেয়াদ। আরও অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জীবন। এখন বেঁচে থাকার ভরসা বলতে সরকারি সহযোগীতা। তাই শ্মশানে পড়ে থাকা পচা ফল সংগ্রহ করছে তারা। পচা কলার মধ্যে বেছে বেছে খাওয়ার মতোগুলি সযত্নে ব্যাগে ভরে নিচ্ছেন তাঁরা। এমনিতে তো কলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু বেছে বেছে ভালগুলো নিতে পারলে এখন চলে যাবে বেশ কটা দিন। তারা বলছে, যেভাবেই হোক পেট তো ভরাতেই হবে। ক্ষুধার্ত শ্রমিকেদের নিজেকে দেওয়া এই সান্ত্বনাই হয়তো লকডাউনের সময় হয়তো বড় চ্যালেঞ্জ।