গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন রাজ্য থেকে ঘরে ফেরানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তারজন্য রেলের তরফে শ্রমিক স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। প্রতিদিনই বিভিন্ন রাজ্যে একাধিক শ্রমিক স্পেশাল ট্রেন আসছে। এবার শ্রমিক স্পেশাল ট্রেনেই ভূমিষ্ঠ হল সদ্যোজাত। ট্রেনে সফররত অবস্থায় সন্তানের জন্ম দিলেন এক পরিযায়ী শ্রমিক গূহবধূ। জানা গিয়েছে, ওই সন্তানসম্ভবা পরিযায়ী শ্রমিক বধূ কর্মসূত্রে তেলেঙ্গনার সেকেন্দ্রাবাদে থাকতেন। অনেক চেষ্টা করেও ঘরে ফিরতে পারেননি। লকডাউনে একপ্রকার বন্দি দশায় দিন কাটাচ্ছিলেন। অবশেষে শ্রমিক স্পেশাল ট্রেনে ওডিশার বঙ্গালির উদ্দেশে রওনা দেন।
আসার পথে ট্রেনের মধ্যেই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। তারপর ট্রেনের মধ্যেই সন্তান প্রসব করেন। পরে তাঁকে বঙ্গালির হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, মা ও সন্তান দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন। এদিকে ট্রেনের মধ্যে সন্তাপ্রসবের সময় উপস্থিত সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। করোনা আবহে এত প্রতিকুলতার মধ্যেই সুস্থভাবে সন্তানপ্রসব হওয়ায় পরিবারের সকলেই খুশি।