এই মুহূর্তে সারা দেশজুড়ে রাজনৈতিক বিভাজনের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে সাম্প্রদায়িক বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে প্রাচীনকাল থেকে দেখা যায় বাঙালি বরাবরই অপরের সংস্কৃতিকে আপন করে নিয়েছে। তারই নিদর্শন দেখা গেল হুগলির শ্রীরামপুরে। হোলির পুণ্য লগ্নে দক্ষিণ ভারতীয়দের বালাজি পুজোয় মেতে উঠলেন বাঙালিরা। শ্রীরামপুরের মাহেশের রোডে বালাজি মণ্ডপে গিয়ে পুজো দিতে দেখা যায় বাঙালি বাসিন্দাদের।
মঙ্গলবারও এই পুজো চলে। প্রসঙ্গত, গত ৫০ বছর ধরে এখানকার একটি জায়গায় বসবাস করে একশোরও বেশি দক্ষিণ ভারতীয় পরিবার। তার জন্যই এলাকার নাম হয়ে গিয়েছে মাদ্রাজি পাড়া। সেই পরিবারগুলি মিলেমিশে ২৯ বছর ধরে বালাজির পুজো করছেন। সেখানে দক্ষিণীদের ভক্ত বাৎসল্য সমাগম নামে একটি সংগঠনও রয়েছে। সংগঠনের সদস্যরা বালাজির পুজো করার পাশাপাশি সারাবছর রক্তদান স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মতো সামাজিক কাজকর্মের সঙ্গেও জড়িয়ে থাকেন। এখানে রয়েছে রামপুরিয়া কটন মিল। এই সুতো কলে কাজের জন্যই বিভিন্ন সময়ে অন্ধপ্রদেশ তামিলনাড়ুর বহু মানুষ এখানে আসেন তখন থেকেই গড়ে ওঠে বসতি। তারাই এই বালাজি পুজোর সূচনা করেন। রামপুরিয়া কটনমিল বন্ধ হয়ে গেলেও দক্ষিণী রাজ্যের বাসিন্দা এখানেই রয়ে গেছেন। তবে তাদের এই বালাজি পুজো অবশ্য দক্ষিণীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমানে বাঙালিদের মধ্যেও জড়িয়ে গেছে। বুধবার পর্যন্ত চলা এই পুজোর ঘিরে মেতে ওঠেন মাদ্রাজিদের পাশাপাশি বাঙালিরাও।