জেলা

সংকটকালীন পরিস্থিতিতে সহায় সম্বলহীন মানুষদের পাশে দাঁড়ালো বুনিয়াদপুর নাগরিক যুবসমাজ

ধ্রুবজ্যোতি মহন্ত, দক্ষিণ দিনাজপুর:- করোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষজন।
এদিকে লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েছেন অসহায় দিন আনা দিন খাওয়া হতদরিদ্র মানুষেরা। এই পরিস্থিতিতে বুনিয়াদপুরের বিভিন্ন এলাকার সেই সব হতদরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ালো বুনিয়াদপুর নাগরিক যুব সমাজের সদস্যরা।
এদিন সকাল থেকেই বুনিয়াদপুর নাগরিক যুব সমাজের সদস্যরা এলাকার বেশকিছু হতদরিদ্র অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেন।




লকডাউন এর জেরে এই চরম সংকটকালীন পরিস্থিতিতে বুনিয়াদপুর নাগরিক যুবসমাজের এহেন মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষজন।এদিনের এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতন কর্মকার, চঞ্চু মন্ডল, দিপঙ্কর সরকার, শুভঙ্কর সাহা,অলোক সরকার, মিলন সরকার,আব্দুল রাজ্জাক সহ অন্যান্য সদস্যরা।



Loading

Leave a Reply