ধ্রুবজ্যোতি মহন্ত, দক্ষিণ দিনাজপুরঃ- সামাজিক দায়বদ্ধতার দিক থেকেই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে অসহায় দুঃস্থ অনাথ আশ্রমের শিশু দের পাশে দাঁড়ালেন বুনিয়াদপুর পৌরসভার কাউন্সিলর । ব্যক্তিগত উদ্যোগে এইদিন বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রমের 23 জন অসহায় অনাথ শিশুর হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু ,সোয়াবিন সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ।
এই বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার কাউন্সিলর তপতী মন্ডল বলেন, “সামাজিক মাধ্যমে জানতে পারি বুনিয়াদপুর বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রমের শিশুরা লকডাউন এর জেরে অত্যন্ত সংকটে রয়েছে, খবর পাওয়া মাত্রই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে গেলাম। আগামীতেও যতবার প্রয়োজন হবে এভাবেই পাশে দাঁড়াবো অনাথ শিশুদের।”
জেলার বিভিন্ন আশ্রম গুলির মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর বড়াইল উপজাতি কল্যাণ সংঘ । লকডাউন এর জেরে বেশ কিছুদিন ধরেই অত্যন্ত সমস্যায় দিন কাটাচ্ছিলেন বুনিয়াদপুর বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রমের শিশুরা।
এই সংকটকালীন পরিস্থিতিতে বুনিয়াদপুর পৌরসভার কাউন্সিলর তপতী মন্ডলের আশ্রম শিশুদের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জনেরা।