দেশ

সংক্রমণ ঠেকাতে রোগীদের ওষুধ ও খাবার দেবে রোবট নার্স, নতুন উদ্যোগ জয়পুরের হাসপাতালে

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনা। এই মুহূর্তে করোনা আক্রান্তদের চিকিৎসায় চিকিৎসক ও নার্সের আকাল দেখা দিচ্ছে। তাই এখন প্রয়োজন রোবট নার্সের। কারণ রোবট নার্স রোগীদের প্রয়োজনীয় খাবার এবং ওষুধ সরবরাহ করতে পারবে এর ফলে করোনার সংক্রমণ ছড়ানো অনেকটাই আটকানো যাবে। তাই রাজস্থানের জয়পুর এর একটি সরকারি হাসপাতালে নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বিষয়টি এখন পরীক্ষামূলক স্তরে রয়েছে। একটি রোবটকে নিয়ে এখন পরীক্ষা চালানো হচ্ছে। তার জন্য একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জয়পুরের এসএমএস হাসপাতালের সুপার ডিএস মিনা বলেন, এই রোবট একজন সাধারন নার্সের মতই কাজ করতে পারে বলে বেসরকারি সংস্থা দাবি করেছে রোবটটি সাধারণ মানুষের মতো রোগীদের ওষুধপত্র এবং খাবার সরবরাহ করতে পারবে বলে দাবি তাদের। এটা পর্যবেক্ষণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরই হাসপাতালে রোবট নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সংস্থার তরফে দাবি করা হয়েছে এই রোবট ইতিমধ্যেই রেস্টুরেন্টে কাজ করা শুরু করেছে।

হাসপাতালেও একজন সাধারন মানুষের মতই কাজ করতে পারবে। এমনকী এর যাতায়াতের জন্য কোন রোড মেনশনের প্রয়োজন নেই। নিজস্ব পথেই চলতে পারবে এই রোবট। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস প্রযুক্তি যোগ করা হয়েছে। তাই রোগীদের ক্ষেত্রেও এই রোবট খুবই কার্যকর হবে এবং সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও কম থাকবে।

Loading

Leave a Reply