পরিবার থেকে মাত্র দু’জন করে একসাথে গঙ্গায় আসতে পারবেন। ছট পুজো নিয়ে এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি ঢাক ছাড়া কোনরকম সাউন্ড সিস্টেম ব্যাবহার করা যাবে না। আতসবাজির ক্ষেত্রে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ফলে করোনা আবহে বিধিনিষেধ মেনেই ছট পুজো পালন করতে হবে হিন্দী বলয়ের মানুষদের। হুগলি-চুঁচুড়া পৌরসভার আওতাভূক্ত ১৩টি গঙ্গার ঘাটে এবারে ছট পুজো দেওয়া যাবে। বুধবার দিনভর সেইসমস্ত ঘাটগুলি সাফাই করার কাজ চলে।
পুরকর্মীরা সেইসমস্ত ঘাট সাফাই অভিযানে নামেন। এদিন এই কাজ দেখতে উপস্থিত হন পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী, কো-অর্ডিনেটর পার্থ সাহা সহ অন্যান্যরা। এদিন পৌরপ্রধান বলেন ঘাটে পুলিশি নজরদারির পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ব্যাবস্থা থেকে শুরু জন পরিষেবায় সবরকমের ব্যবস্থা রাখা হবে।
রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে সাতটি চোরাই টোটো সহ গ্রেফতার এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত্রে সাগরদিঘী থানার পুলিশ আনসারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে সাতটি টোটো উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা যায় বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় যাত্রী সেজে রাত্রে বেলায় টোটো তে চেপে ফাঁকা জায়গা দেখে টোটো […]
(বড়জোড়া):-বাঁকুড়ার বড়জোড়া থেকে তাজপুর হয়ে পখন্না যাবার দীর্ঘ প্রায় বারো কিলোমিটার রাস্তার বেহাল দশা।এর আগে সর্বপ্রথম আমাদের পেজে এই খবর প্রকাশ করা হয়।প্রত্যেকদিন গড়ে কয়েকহাজার যানবাহন যাতায়াত করেন এই রাস্তা।শীতলপুর,তাজপুর,পুড়োকোন্দা,ব্রাহ্মনডিহা,রাজমাধবপুর,ভৈরবপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের কাছে অফিস,হাট,বিদ্যালয়,কলেজ,হাসপাতাল,ব্যাঙ্ক যাবার একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম এই রাস্তা। আজ সকাল থেকে বড়জোড়ার ব্রাহ্মনডিহাতে মেন রোডে বেহাল রাস্তার জন্য বালি গাড়ি […]
মঙ্গলবার সকালে রিজেন্ট পার্ক থানার পুলিশ হানা দেয় যোধপুর পার্কে। সকাল থেকেই যোধপুর পার্কের একটি অফিসে তরুণ-তরুণীদের ভিড়, সবাই খুঁজছেন অডিশনের ঠিকানা। লোকাল চ্যানেলে বিজ্ঞপনে দেখেই স্বপ্নের হাতছানি সহজেই। তবে যে অডিশনের কথা বলা হচ্ছে তা ভুয়ো আগেই বুঝেছিলেন এক তরুণী। জানিয়েছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গাঙ্গোপাধ্যায়কে৷ প্রতারিত হয়েছেন বুঝেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনকে […]