রাজ্য

সঠিক কোয়ারেন্টাইন না হলে রাজ্যে বিমান চালু হবে না।

কোন আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ করে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র চার ঘণ্টার নোটিশে এই লকডাউন শুরু হয়। স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের পাশাপাশি বিদেশেও বহু মানুষ আটকে পড়ে। তৃতীয় দফা লকডাউন শেষ হওয়ার সময় কিছু কিছু করে পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি বিদেশ থেকেও ভারতবর্ষের নাগরিকদের ফিরিয়ে আনার কাজ শুরু করেছে। কেন্দ্র বন্দে মিশন নাম দিয়ে এই প্রকল্প শুরু করেছে। বেশ কিছু মানুষকে ফিরিয়ে আনা হয়েছে প্রথম দফায়।যদিও তার মধ্যে পশ্চিমবঙ্গের কেউ ছিল না।

দ্বিতীয় দফায় ২১ টি দেশ থেকে ফিরিয়ে আনা হবে। তবে প্রথম দ্বিতীয় দফাতেও কলকাতার কোন বিমান নামছে না। এই বিষয়ে টুইটারে ক্ষভ উগরে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবার ভারতের বিদেশ মন্ত্রকের পাল্টা টুইট করে তার জবাব দিল। জানা গেছে বিদেশ থেকে আগত সমস্ত মানুষকে সঠিক ভাবে কোয়ারেন্টাইন করার ব্যবস্থা না করা পর্যন্ত পশ্চিমবঙ্গের কাউকে ফেরানো হবে না। যদিও ইতিমধ্যে বিরুদ্ধে এই নিয়ে বঞ্চনার অভিযোগ তুলেছে তৃনমুল।

Loading

Leave a Reply