মা হওয়ার অনুভূতি একেবারে আলাদা৷ সদ্য জন্মানো সন্তান যেন সৃষ্টি সুখের উল্লাস। পৃথিবীর কোনও শব্দভান্ডারই এই অনুভূতিকে বর্ণনা করাতে সক্ষম নয়৷ সন্তান জন্মানোর কয়েক ঘণ্টার মধ্যেই শুভশ্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সদ্যোজাতকে নিয়ে নিজের প্রথম ছবি শেয়ার করেন৷ ছবিতে শুভশ্রীর চোখে মুখে দেখাযাচ্ছে এক অনাবিল আনন্দ তাঁর মুখে৷ না দরকার হয়েছে মেকআপের গ্লো না দরকার হয়েছে হাজার ওয়াটের আলো৷ সন্তানকে পাশে সদ্য প্রসূতির আনন্দ তাঁর এই ছবিকে একেবারে অন্য স্তরে নিয়ে গেছে৷ এরপর বাবা হবার অানন্ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন রাজ চক্রবর্তী স্বয়ং। রাজ-শুভশ্রীর ছেলের নাম YuvaanChakraborty, অর্থাৎ যুবান চক্রবর্তী ৷
মা শুভশ্রী নিজের পোস্টে লিখেছেন We are blessed with a baby boy!! YUVAAN says “Hello” to you all … অর্থাৎ আমাদের পুত্র সন্তান হয়েছে!! যুবান সকলকে হ্যালো বলছে…৷ অপর দিকে রাজ লিখছে “Dreams do come true.Today we have been blessed with our new born child, YUVAAN, our baby boy. Mother and child both are safe and healthy. Please shower your blessings and love for our little one.#YuvaanChakrabarty” অর্থাৎ, স্বপ্ন সত্যি হল।
আজ আমরা আমাদের নতুন জন্মানো সন্তান, যুবয়ান, আমাদের শিশু বালক দিয়ে আশীর্বাদ পেয়েছি। মা এবং শিশু দুজনেই নিরাপদ ও স্বাস্থ্যবান। দয়া করে আমাদের আশীর্বাদ এবং আমাদের ছোট্টটির প্রতি ভালবাসা বর্ষণ করুন। # যুবনচক্রবর্তী।