জেলা

সন্ধ্যা নামলেই বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ, লকডাউন নাকি অন্য কারণ ? কি ঘটনা দেখুন…

ফের বাঘের মতো পা এর ছাপ ! আতঙ্ক এলাকায়। ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা।লক ডাউনের মাঝেই বাঁকুড়ায় থাবা বসাল বাঘ আতঙ্ক। দিন দুয়েক আগে থেকেই বাঘের পা এর ছাপের মতো দেখতে পা এর ছাপ দেখা যাচ্ছিল বাঁকুড়ার কোতুলপুর ব্লকের খিরি গ্রাম লাগোয়া একটি ক্যানেলের পাড়ে। এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পাওয়ার পর আজ ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিকরা। পা এর ছাপের মাপ সংগ্রহ করেন তাঁরা। প্রাথমিক ভাবে বন দফতরের অনুমান এই ছাপ বাঘের নয় হেড়োল জাতীয় প্রানীর। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের খিরি গ্রামের চাষিরা প্রতিদিন ভোর বেলায় ক্যানেল পেরিয়ে মাঠের সব্জি স্থানীয় বাজারে নিয়ে যান। দিন দুয়েক আগে সব্জি বাজারে নিয়ে যাওয়ার সময় ক্যানেলের পাড়ে বাঘের মতো একটি জন্তু চাষিরা দেখতে পায় বলে দাবি স্থানীয়দের। আতঙ্কে ঘটনাস্থলে সব্জি ফেলে রেখে প্রানপনে ছুটে এলাকা ছাড়ে চাষিরা। পরে এলাকার মানুষ দেখেন ক্যানেলের পাড়ের নরম মাটিতে অজানা জন্তুর পায়ের ছাপ রয়েছে।




ক্যানেলের পাড়ে থাকা পায়ের ছাপের সঙ্গে বাঘের পায়ের ছাপের মিল থাকায় এলাকার মানুষ ভেবে নেন এলাকায় বাঘ এসেছে। খবর জানাজানি হতেই এলাকায় আরও চেপে বসে আতঙ্ক। দিনে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সেভাবে কাজ না করলেও,বাঘের আতঙ্কে সন্ধ্যে নামতেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। আতঙ্কে সন্ধ্যের পর বাড়ির বাইরে পা রাখছেন না স্থানীয়রা। খবর পেয়ে আজ ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিকরা। তাঁরা পায়ের ছাপের মাপ দেখার পাশাপাশি নমুনা সংগ্রহ করেন। বন দফতরের আধিকারিকরা ক্যামেরার সামনে কিছু না বললেও প্রাথমিক ভাবে তাঁদের ধারণা বাঘ নয় হেড়োল জাতীয় কোনও প্রানীর পায়ের ছাপ।


Loading

Leave a Reply