সন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ চলতো পরের দিন সূর্য ওঠা পর্যন্ত। কিছুদিন থেকে শুরু হওয়া এই ঘটনায় হুগলির পোলবার ভুয়াগাছি দক্ষিণ পাড়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের মতে এর পিছনে রয়েছে ভূত। অনেকেই গ্রাম ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গিয়েছেন। স্থানীয় বাসিন্দা উত্তম বিশ্বাসের একতলা বাড়ির ছাদ থেকেই ওই শব্দ ভেসে আসতো বলে গ্রামবাসীর দাবি। উত্তমের কথায়, “অন্ধকার নামতেই ছাদের উপর কেউ যেন অনবরত ইট ফেলছে। ভয়ে ঘরে থাকতে পারতাম না। পরে সবাই মিলে ছাদে উঠে দেখেছি কেউ নেই। ভূত ছাড়া ওই শব্দ কে করবে।অন্যান্যরাও বলেন, এটা ভূতেরই কান্ড। ভুতের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার মানুষজনও। বিজ্ঞান মঞ্চ আসার পর সেই শব্দ আর শুনতে পায়নি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা খবর পেয়ে সেখানে উপস্থিত হন। কেন্দ্রের সম্পাদক সন্দীপ সিংহ জানান, শব্দ আমরা শুনতে পাইনি। কেউ স্বেচ্ছায় অসৎ উদ্দেশ্যে ছাদের উপর কিছু দিয়ে আঘাত করছে। যার ফলে ওই শব্দ শোনা যাচ্ছে। তিনি বলেন, ভূতের মতো কুসংস্কার থেকে গ্রামবাসীদের সচেতন করেছি। প্রয়োজনে আবার সেখানে যাব।বিজ্ঞান মঞ্চ যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ওই শব্দ শোনা যায়নি। এখন দেখার ওই ঘটনার রহস্য কবে উন্মোচিত হয়।