রাজ্য

সব পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে বৈঠক ২০ ফেব্রুয়ারি

রাজ্যের শতাধিক পুরসভায় আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশের পরই কার্যত ভোটের দামামা বেজে গিয়েছে। বিভিন্ন জায়গায় দেওয়াল দখলের কাজও শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে জঞ্জাল অপসারণ সহ নাগরিক পরিষেবা, উন্নয়নমূলক কাজ নিয়ে সব পুরসভার চেয়ারম্যান, মেয়র ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। ২০ ফেব্রুয়ারি রাজারহাট নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পুরসচিব সুব্রত গুপ্ত উপস্থিত থাকবেন।

পুর কমিশনার বা এক্সিকিউটিভ অফিসারদের থাকতে বলা হয়েছে। বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঞ্জাল অপসারণের কাজ, শৌচালয় তৈরি, ডেঙ্গু সহ মশা বাহিত রোগ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। পুরো দপ্তর সূত্রে জানা গেছে, এখনও সর্বত্র শৌচালয় গড়ার কাজ শেষ হয়নি। ফলে ৩৬টি পুরসভাকে নির্মল পুরসভা হিসেবে ঘোষণা করা যাচ্ছে না। আগামী ৩১ মার্চের মধ্যে সেই কাজ শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে। এই বিষয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। এছাড়া জঞ্জাল পুনর্ব্যবহারযোগ্য করে তোলার পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হবে। তবে পুরোভোটের রণকৌশল সম্পর্কে কোনও রকম আলোচনা হবে কি না তা অবশ্য স্পষ্ট নয়।

আমরা আসছি…….

Loading

Leave a Reply