দেশ

সমস্ত রাজ্যে গুটখা, পানমশলা বিক্রি বন্ধ করতে বলল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্যগুলিকে গুটখা, পানমশলা বিক্রি বন্ধের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এ ব্যাপারে প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক চিঠি দিয়েছে। যাতে দ্রুত গুটখা, পানমশলার মতো ধোঁয়াহীন দ্রব্য বন্ধ করা হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানা হয়েছে। ওই নির্দেশিকায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ধোঁয়াহীন তামাকজাত দ্রব্য, পানমশলা, গুটখা প্রভৃতি দ্রব্য চিবোলে লালারস অনেক বাড়ে। ফলে স্বাভাবিকভাবেই থুতু ফেলার প্রবণতা বাড়ে। এর ফলে যত্রতত্র থুতু ফেললে সংক্রমণের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এর আগে আইসিএমআর এইসব ধোঁয়াহীন দ্রব্য খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল।



এবার সেই পথেই হাঁটল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গুটখা, পানমশলা বন্ধ করতে প্রয়োজনে মহামারী নিয়ন্ত্রণ আইন, বিপর্যয় মোকাবিলা আইন ও ভারতীয় দণ্ডবিধি ও সিআরপিসির একাধিক ধারা প্রয়োগ করার কথাও রাজ্যগুলিকে বলা হয়েছে। ইতেমধ্যেই করোনা সংক্রমণের কারণে বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, হরিয়ানা সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যের সরকার গুটখা, পানমশলা জাতীয় দ্রব্য বিক্রি বন্ধ করেছে। এবার যাতে সমস্ত রাজ্যে এই ব্যবস্থা চালু হয় সে ব্যাপারে উদ্যোগী হয়েছে সরকার। এর আগে গুটখা, পানমশলা খেয়ে যত্রতত্র থুতু ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র।


Loading

Leave a Reply