গতিময় এই যুগে সকলের কাছেই সময় একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। যেকোনও কাজের ক্ষেত্রেই সময় এটা মাথায় রেখে চলতে হয় সকলকেই। আর কাজ সঠিক সময়ে না করলে তার খেসারত দিতে হবে। এবার সেই সময়েরই খেসারত দিতে হল ভারতীয় ডাক বিভাগকে। সময়ে প্রাপকের কাছে রেজিস্টার্ড চিঠি না পৌঁছে দিতে পারায় এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হলো ডাক বিভাগকে। সোমবার ন্যাশনাল কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন এই নির্দেশ দিয়েছে। ডিস্ট্রিক্ট ফোরামের কনজিউমার লিগ্যাল এইড অ্যাকাউন্টে ৩০ দিনের মধ্যে এই টাকা মামলার খরচ বাবদ ৫০০০ টাকা জমা দিতে বলা হয়েছে। জানা গেছে সময়ের মধ্যে চিঠি পৌঁছে না দেওয়ায় পরীক্ষায় বসতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তি।
চাকরির জন্য লিখিত পরীক্ষার চিঠি রেজিস্টার্ড ডাক মারফত আবেদনকারীর কাছে ২০১৮ সালের ৬ এপ্রিল পাঠানো হয়। ১৪ এপ্রিল পরীক্ষার দিন ছিল। কিন্তু ওই চিঠি ২৩ এপ্রিল আবেদনকারী হাতে পান। অর্থাৎ চিঠি পাঠানোর ১৭ দিন পর তার ডেলিভারি করা হয়। চিঠি হাতে পাওয়ার পর সুরক্ষা আদালতের দ্বারস্থ হন তিনি। সংশ্লিষ্ট আবেদনকারী জেলা ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ করেন, ডাকবিভাগ চিঠি না পৌঁছে দেওয়ায় গারুলিয়া পুরসভার মজদুর পদে কাজের সুযোগ হারিয়েছেন অভিযোগকারী। এতে তিনি মানসিক ভাবে আঘাত পেয়েছেন। বিষয়টি বিবেচনার পর ডাক বিভাগকে ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ টাকা ও মামলার খরচ বাবদ ৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত।