করোনা পরিস্থিতিতে সরকারি অনুমোদনপ্রাপ্ত ক্লাবগুলিকে টাকা দেওয়াকে কেন্দ্র করে সারা রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল রাজ্যসরকারে তীব্র বিরোধিতা করে সরব হয়। কিন্ত তার মধ্যেই মহান কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনন্য নজির গড়ল গোঘাটে সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি ক্লাব। ক্লাবের এই কর্মকাণ্ড বিরোধীদের মুখ বন্ধ করবে বলে দাবি অনেকের। রাজ্যে করোনায় নতুন করে চিন্তা বাড়াচ্ছে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোয়।
কারন নতুন করে আক্রান্তদের মধ্যে অধিকাংশই রয়েছে পরিযায়ী শ্রমিকরা। তাই তার থেকে গ্রামের মানুষের মধ্যে যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের এলাকারই স্কুল ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। সেই মতো বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে স্কুল ঘরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু গোঘাটের আমোদপুর গ্রামের ছবিটা আলাদা। এই গ্রামের স্কুল ঘর একেবারেই গ্রামের মধ্যেই হওয়ায়, গ্রামের একটি ক্লাবের পক্ষ থেকে খেলার মাঠে রীতিমত প্যান্ডেল করে, পাখা ও বাথরুম সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি খাবারেরও ব্যবস্থা করে ক্লাব। এমনকি রাতে কোনও অসুবিধার না পরে তার জন্য দুই জন করে ওই মাঠের সীমান্তে থাকবেন ক্লাবের সদস্য। আপাতত ওই ক্যাম্পে আশ্রয় নিয়েছে তিন জন।
সব মিলিয়ে ক্লাবের উদ্যোগে একদিকে গ্রামের মানুষকে আক্রমণ থেকে দূরে রাখার চেষ্টা অন্যদিকে গ্রামে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য সুব্যবস্থা গ্রহন করে গ্রামের মানুষের কাছে হিরো হয়ে দাঁড়িয়ছে ক্লাবের সদস্যরা।