জেলা

সরকারি অফিসে দুর্নীতির অভিযোগ তুলে তালা ঝুলিয়ে দিলো শাসক দলেরই জনপ্রতিনিধিরা

খানাকুল এক ব্লকের অন্তর্গত বেশ কয়েকজন পঞ্চায়েত প্রধান আইসিডিএসে রাধুনী নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন সিডিপিও অফিসের সামনে। পাশাপাশি এই ঘটনার পর অফিস থেকে অন্যত্র চলে যান সিডিপিও। বিক্ষুব্ধ পঞ্চায়েত প্রধানরা অফিসে তালা দিয়ে অন্যান্য কর্মীদের ব্লক অফিসে নিয়ে আসেন। পরে বিডিও অফিসে এসে হাজির হন সিডিপিও মহাদেব সামন্ত। তিনি ব্লকে আসার পর তাকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ তুলেছেন তিনি।

সূত্র থেকে জানা গেছে, এই ব্লকের অধীনস্ত আইসিডিএস সেন্টার রাধুনীর জন্য ৪৬ জনকে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে সিডিপিও নিজের পছন্দমত লোকেদের এই কাজে নিয়োগ করছেন বলে অভিযোগ করেন পঞ্চায়েত প্রধানরা। পাশাপাশি চাকরির ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা। বিষয়টি জানার পর ক্ষোভে ফেটে পড়েন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা। তাদের মূলত দাবি, সিডিপিও নিজের মতো করে কর্মী নিয়োগ করছেন। টাকার বিনিময়ে এই পদে চাকরি করে দিচ্ছেন সিডিপিও, তার সমস্ত তথ্য নাকি তাদের কাছে রয়েছে। আর সিডিপিওর এই কর্মকাণ্ডের জেরে রাজ্য সরকারের বদনাম হচ্ছে। তাই এদিন তারা সিডিপিওর কাছে সমস্ত কিছু জানতে চান। সিডিপিও না থাকায় অন্যান্য অফিস কর্মীদের ব্লক অফিসে নিয়ে আসা হয় পরে সিডিপিও এলে তাকে বিডিওর সামনে সমস্ত কিছু জানতে চান তারা।

যদিও সিডিপিওকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অন্যান্য জনপ্রতিনিধিরা। সমস্ত বিষয়টি নিয়ে উচ্চ প্রশাসনিক দপ্তর এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে কিশোরপুর এক পঞ্চায়েতের প্রধান সন্দীপ বর।এ বিষয়ে সিডিপিওকে ফোন করা হলে তিনি ফোন না ধরায় তার অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।এ বিষয়ে আরামবাগের মহকুমা শাসক লক্ষ্মী ভি.বলেন বিষয়টি শুনেছি। বিডিওকে সমস্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।সবমিলিয়ে এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার দুপুরে তীব্র শোরগোল পড়ে যায় এলাকায়। সমস্ত বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট জমা পড়েছে বলে সূত্রের খবর। যদিও শেষ পাওয়া খবরে এ বিষয়ে অবশ্য খানাকুল থানায় অভিযোগ দায়ের হয়নি।

Loading

Leave a Reply