রাজ্য

সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে। জানালেন মুখ্যমন্ত্রী।

বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেছি।বাকিটা সুপারিশে বলা হয়েছে। যতটা পেরেছি করেছি। আস্তে আস্তে সব করব। আপনারা রাজ্যের পরিস্থিতির কথা ভাবুন। নেতিবাচক চিন্তা করবেন না। সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রথমত ডিএ মামলায় ইতিমধ্যে পরাজিত হয়েছেন রাজ্য সরকার। তার পরেও মেলেনি বকেয়া ডিএ। সরকারি কর্মচারী সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করেছেন। অন্যদিকে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন রাজ্য সরকার। দুটি মামলার শুনানি চলছে। এমতাবস্থায় বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন 90% ডিএ বকেয়া ছিল তা পরিশোধ করে দেওয়া হয়েছে। রাজ্যের পরিস্থিতি ভালো নয়, হাতে অর্থ নেই, তারপরেও ধীরে ধীরে সমস্ত কিছু পরিশোধ করে দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারীরা বেতন কমিশনের বর্ধিত বেতন পাওয়ার পরে যে পে স্লিপ পেয়েছেন সেখান থেকে ডিএ শব্দটি সম্পূর্ণ উধাও।

এই প্রথম কোন পে কমিশনের পে স্লিপ থেকে ডিএ উধাওয়ের ঘটনা ঘটলো। এরপরেও ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে সরকারি কর্মচারীরা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তারা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভুল তথ্য পরিবেশন করছেন। উনি সরকারি কর্মচারীদের প্রতি দিনের পর দিন বঞ্চনা করছেন। আদালতের রায় কে অবমাননা করছেন। অথচ সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ ভুল তথ্য পরিবেশন করে সাধারণ মানুষের কাছে সরকারি কর্মচারীদের ছোট করছেন। রাজ্যের বাজেটে সরকারি কর্মচারীদের কোন কিছুই নেই। সব মিলিয়ে সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রীর প্রতি হতাশাগ্রস্থ।বিরোধী কর্মচারী সংগঠনের নেতৃত্ব বলছেন মুখ্যমন্ত্রী এর জবাব আগামী দিন পাবে। সরকারি কর্মচারীরা তাঁর অহংকারকে ভেঙেচুরে দেবে।

আমরা আসছি…….

Loading

Leave a Reply