দেশ

সরকারি নির্দেশ মেনে খোলা হলো বিলিতি মদের দোকান

করোনা ভাইরাসের সংক্রমণে হাত থেকে বাঁচতে সমগ্র দেশ জুড়ে লকডাউন লাগু রয়েছে। তবে তৃতীয় দফায় বেশ কিছু জিনিসের ওপর শিথিলতা দিয়েছে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রয়ীয় সরকারের সিদ্ধান্ত মতো রাজ্যের সরকার বিলিতি মদের দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে শর্তসাপেক্ষ এই আদেশ অনুসারে ত্রিপুরার বিভিন্ন জেলায় সরকারি নির্দেশিকা মেনে সোমবার থেকে চালু হয়েছে বিলাতী মদের দোকান।এদিন রাজধানী আগরতলা শহরের বিলিতি মদের দোকান গুলোতে লম্বা লাইন দেখতে পাওয়া যায়। তবে ক্রেতাদের জন্য দোকানে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করেছে দোকানগুলি। বিলিতি মদের দোকান গুলিতে ক্রেতাদের দীর্ঘলাইন নতুন করে রাজ্যের বিপদ ডেকে আনবে না তো একথা মনে করছেন এলাকার মানুষরা।

এ বিষয়ে রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ কে প্রশ্ন করা হলে তিনি বলেন কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা মেনেই মদের দোকান খোলা হয়েছে। কেন্দ্র সরকার বন্ধ করতে বললে আবার বন্ধ করে দেয়া হবে।ত্রিপুরা দেশের বাইরে নয়। কেন্দ্র সরকার নির্দেশিকা মেনে রাজ্য সরকার চলছে। বিলিতি মদের দোকান খোলা থাকলে ভালো না খারাপ তা বলতে পারবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের রাজ্যে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।

Loading

Leave a Reply