আরামবাগ জেলা

সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার

পুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে।
সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে জোরদার প্রচার করা হলেও প্রদীপের নিচে অন্ধকার এর মত গ্রাম পঞ্চায়েতের সামনেই সানন্দে বংশবিস্তার করে চলেছে ডেঙ্গির মশা। ঘটনাটি গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের। গোঘাট গ্রাম পঞ্চায়েতের সামনে যে মার্কেটিং কমপ্লেক্সটি রয়েছে তার পায়খানা ও বাথরুমের কোন নিকাশি ব্যবস্থাই নেই। আর সেখানেই জল জমে বংশবিস্তার করে চলেছে ডেঙ্গির মশা।এর ফলে অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ছে ওখানকার দোকানদার বৃন্দ ও ক্রেতা বৃন্দ।বারবার গ্রাম পঞ্চায়েত কে জানিও কোন সূরাহা মেলেনি বলেই অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। সব মিলিয়ে ডেঙ্গির চরম আতঙ্কে দিনকাটাচ্ছে গোঘাটবাসী। যদিও সমাধানের আশ্বাস দিয়েছেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি।তিনি বলেছেন এই জায়গাটি হয়তো কোনো ভাবে নজরদারির বাইরে চলে গিয়েছিল।যত শীঘ্র সম্ভব আমরা এর ব্যবস্থা গ্রহণ করবো।

Loading

Leave a Reply