দেশ

সরাসরি গরিবের অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি

করোনা মোকাবিলায় একগুচ্ছ অভিযোগ তুলে এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তিনি বেশ কিছু অভিযোগ করেন। এদিন রাহুল গান্ধী বলেন, ভাইরাস লকডাউন রুখতে লাগাতার পরীক্ষা করা দরকার, কিন্তু বর্তমানে সরকার তা করছে না। পাশাপাশি হটস্পট চিহ্নিত করা এলাকাগুলিতে বিশেষভাবে পরীক্ষা করার দাবি করেন তিনি। মোকাবিলার ক্ষেত্রে থেকে জেলা স্তর থেকে কাজ হওয়া উচিত বলেও দাবি তার। জেলা প্রশাসনকে ক্ষমতা দেওয়া উচিত প্রধানমন্ত্রীর।

তাছাড়া তিনি আরও বলেন যা হওয়ার হয়েছে এবার, একসঙ্গে সবাই মিলে কাজ করা উচিত। রাজ্য সরকার গুলিকে আরও বেশি পরিমাণে সাহায্য করা প্রয়োজন কেন্দ্রের। গরিব মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া দরকার। গরিব মানুষের একাউন্টে সরাসরি টাকা পৌঁছে দরকার। একই সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হোক বলেও দাবি করেন রাহুল। পাশাপাশি শিল্পকে বাঁচানোর জন্য পরিকল্পনা করার কথা বললেন তিনি। করোনার পরের পরিস্থিতি কিভাবে সামাল দেবে সরকার তার আগে থেকেই পরিকল্পনা নেওয়া উচিত কেন্দ্রের।

Loading

Leave a Reply