গ্রামাঞ্চলে বহু পড়ুয়া রয়েছে যারা শিক্ষক-শিক্ষিকার অভাবে পড়াশোনা সংক্রান্ত পরামর্শ সঠিকভাবে পায় না। তাদের সহযোগিতা করতেই ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে সহজ পাঠের যাত্রা শুরু হয়েছিল। এতদিন গ্রামের ছাত্র-ছাত্রীদের পয়সা খরচ করে সহজপাঠকে ফোন করতে হতো। কিন্তু এবার বিনা খরচে টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবে পড়ুয়ারা।
পঞ্চম থেকে দশম শ্রেণীর মেধাবী পড়ুয়াদের সাহায্য করতে এরাজ্যের সহজপাঠের টিচার-অন-কল প্রকল্প শুরু হয়েছিল। এখন হরিয়ানা, কাশ্মীরের মতো রাজ্যও এই প্রকল্পের জন্য আগ্রহ দেখাচ্ছে। ভবিষ্যতে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় প্রকল্প চালু হবে। প্রকল্পের জন্য এবার টোল ফ্রি নম্বর চালু করল জিও। সেক্টর ফাইভে সংস্থার অফিসের সঙ্গে এ বিষয়ে রিলায়েন্স জিওর চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর এই সংস্থাটি টোল ফ্রি নম্বর চালু করে। নম্বরটি হল ১৮০০-৮৯০-৬০০৬। আপাতত এ রাজ্যের ৫১১টি স্কুলের প্রায় ৭ হাজার ৭০০জন ছাত্র-ছাত্রী সহজ পাঠের ক্লাসের মাধ্যমে ফোনে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যুক্ত হয়েছে। টোল ফ্রি নম্বর চালু হওয়ার ফলে আরও বেশি করে মেধাবী ও গরিব পড়ুয়ারা প্রকল্পের সুবিধা নিতে পারবেন বলে সংস্থার কর্মকর্তারা আশাবাদী। সহজপাঠের সঙ্গে জিওর এই চুক্তি আগামীদিনে দুঃস্থ পড়ুয়াদের দিশা দেখাবে বলেই মনে করছে শিক্ষামহল।