বিশ্ব

সাংবাদিকদের ক্ষমতা খর্ব করতে নতুন আইন পুতিন সরকারের, ক্ষোভ রাশিয়াজুড়ে

বিশ্বের অন্দরমহলে বাড়তে থাকা ক্ষোভ-বিক্ষোভের আজ নেভাতে এবার সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর কড়া বিধিনিষেধ চালু করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সরকার এমন একটি আইন প্রণয়ন করেছে যার মাধ্যমে বিদেশ থেকে অর্থ উপায় করা যে কোনও সাংবাদিককে অনায়াসে বিদেশি তকমা দিয়ে দেওয়া যাবে। তখন দেখা যাবে বিদেশি তো বটেই এমনকী দেশের সাংবাদিকরাও রেহাই পাবেন না। এনিয়ে সব মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাশিয়ার মিডিয়া মহলে। এর বিরুদ্ধে সরব হয়েছেন মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, সরকার বিরোধীদের কণ্ঠরোধ করতে এই আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চলেছে পুতিনের সরকার।

আইন অত্যন্ত জটিল। যা লেখা হয়েছে তার মর্মার্থ হল রাশিয়ান এবং রাশিয়ায় বসবাসকারী বিদেশি সংবাদমাধ্যমে চাকরি করেন এমন সাংবাদিকরা দেশের বাইরে খবর পাঠান এবং বিনিময়ে সেখান থেকে অর্থ উপার্জন করেন। বর্তমান আইন অনুযায়ী তাদের বিদেশি বলে ঘোষণা করা হবে। এর ফলে শুধুমাত্র সাংবাদিকরা সমস্যায় পড়বেন এমনটাই নয়, তাদের সোর্সরা অর্থাৎ তারা যাদের কাছ থেকে খবর সংগ্রহ করে তারাও বিপদে পড়বেন। তাছাড়া এভাবে শুধুমাত্র সংবাদ বিক্রি করার জন্য কেন কাউকে বিদেশি চর বলা হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংগঠনগুলো। এনিয়ে দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়েছে।

Loading

Leave a Reply