জেলা রাজ্য

সাংবাদিক বৈঠক করে বেশ কয়েকটি পরিষেবা চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, কি কি তা একনজরে দেখে নিন…

শ্যামলেন্দু গোস্বামী:- বুধবার নবান্ন সভাকক্ষে সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় ঘোষণার আগেই রাজ্য করেছে। সুতরাং কোনও পরিস্থিতিতে এখনই বাড়ি থেকে কেউ বের হবেন না। এই সংকটময় মুহুর্তে গৃহবন্দী থাকুন। রাজ্য সরকার যথেষ্ট তৎপর রয়েছে। ভিন রাজ্য থেকে আটকে পড়া ছাত্র-ছাত্রীদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আটকে পড়া পড়ুয়াদের জন্য রাজ্য থেকে বাস ছাড়া হয়েছে। তিনদিনের মধ্যেই তারা এ রাজ্যে ফিরে যাবে। এখনও করোনা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন। ইতিমধ্যে ৮১ টি বেসরকারি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে নেওয়া হয়েছে।




অযথা দোকানে ভিড় নয়, প্রত্যেকেই মাস্ক পড়ুন আহ্বান মুখ্যমন্ত্রীর। স্টেশনারি, বই, ইলেকট্রনিক্স মোবাইল দোকান, ব্যাটারি চার্জিং দোকান, হার্ডওয়ার দোকান দোকান হোম ডেলিভারি হবে। চা দোকানে বসে জমায়েত করা যাবে না, কোন ভাবেই তা বরদাস্ত হবে না। আপনি চা দোকান থেকে চা নিয়ে গিয়ে বাড়িতে খান। পান দোকান থেকে পান কিনে নিয়ে গিয়ে বাড়িতে খান। ফুটপাতে যে সমস্ত দোকান রয়েছে তা বন্ধ থাকবে। গ্রীন জনে এলাকাতে করা হল ট্যাক্সি। কনস্ট্রাকশন, নির্মাণ শ্রমিক, সরকারি কাজ চালু থাকবে p.w.d. ডিপার্টমেন্ট সমস্ত ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ চালু রাখার কথা বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পাশাপাশি গ্রীন জনের ক্ষেত্রে বাস পরিষেবা চালু করার কথা বললেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট যাত্রী সংখ্যা বেঁধে দিলেন তিনি। সমস্ত কিছু জেলাশাসকের নির্দেশ ও পরামর্শ মতোই সমস্ত কাজ করতে হবে। তবে সরকারি ক্ষেত্রে বাসের নিয়ম-নীতি মানতে হবে।





Loading

Leave a Reply