জেলা

সাত মাসের শিশুকন্যাকে হত্যা করে আত্মঘাতী মা

আবারও চাঞ্চল্যকর ঘটনা চুঁচুড়ায়। সাত মাসের শিশু কন্যাকে মেরে আত্মঘাতী হলেন মা। মৃত শিশু কন্যার নাম সায়নী দাস। অভিযুক্ত মায়ের নাম বর্ণালী দাস। এই ঘটনায় হতবাক চুঁচুড়াবাসী।স্থানীয় সূত্রে জানা গেছে, সায়নী দাস নামে সাত মাসের শিশু কন্যাকে মেরে আত্মঘাতী হন মা বর্নালী দাস।এই ঘটনাটি ঘটে চু্ঁচুড়া হেমন্ত বসু কলোনীতে।

জানা গেছে বর্নালীর স্বামী সমর দাস বড় বাজারে একটি কাপড়ের দোকানে কাজ করেন।শনিবার বিকেলে ঘরের মধ্যে সিলিং ফ্যানে গলায় দড়ি দেয় বর্নালী।স্থানীয়দের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটে।

Loading

Leave a Reply