চেনা ওষুধেই করোনার প্রতিষেধক হিসাবে কাজ করছে শুক্রবার এমনটাই জানিয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালের এক চিকিৎসক। তিনি জানিয়েছেন, বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগীরা প্রত্যেকেই সুস্থতার দিকে এগোচ্ছেন। তবে WHO-র নির্দেশিকা মেনে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে তাঁদের।
জানা গেছে, কলকাতায় প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে ১৭ মার্চ। বহু টালবাহানার পর করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন নবান্নের আমলার ছেলে। তার পর দেড় সপ্তাহ কাটলেও এখনও হাসপাতাল থেকে ছুটি পাইনি সে। যদিও চিকিৎসকরা জানিয়েছিলেন, ওই যুবকের দেহে সংক্রমণের কোনও উপসর্গ ছিল না।
আস্তে আস্তে রাজ্যে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ১ জন বাদ দিলে এদের প্রত্যেকেই বিদেশ সফর থেকে ফিরেছিলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। ১ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালের বিশেষ ওয়ার্ডে। শুক্রবার হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, প্রত্যেক রোগীই চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দ্রুত সুস্থতার দিকে এগোচ্ছেন তাঁরা।
চিকিৎসক জানিয়েছেন, করোনাভাইরাসের চিকিৎসায় বেলেঘাটা আইডি হাসপাতালে ব্যবহার করা হচ্ছে চেনা সব ড্রাগ। এর মধ্যে রয়েছে, হাইড্রক্সি ক্লোরোকুইন, যা দিন কয়েক আগে করোনায় কার্যকর বলে ঘোষণা করেছিল ICMR। এছাড়া অন্যান্য সংক্রমণ কমাতে ব্যাবহার করা হয়েছে অ্যাজিথ্রোমাইসিনের মতো সহজলভ্য অ্যান্টিবায়োটিককে। স্বাভাবিকভাবে এই ধরনের উপশম প্রকাশ্যে আসতে স্বস্তির নিঃশ্বাস সাধারণ মানুষের মনে।