মিডিয়ার ওপর সেরকম ভাবে কোনও দিনই বেশি ভরসা করত না সিপিআইএম। পরবর্তী সময় যখন মিডিয়া ও সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিরোধীরা প্রভাব বিস্তার করে যাচ্ছিল, বামপন্থীরা পড়েছিল পুরনো ধ্যান-ধারণা নিয়েই।পরবর্তীতে সময়ের সাথে মানিয়ে নিতে পুরনো ধ্যান-ধারণা ছেড়ে বামপন্থীরাও এখন সোশ্যাল মিডিয়ায় প্রভাব বিস্তার করতে শুরু করেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারকে হাতিয়ার করে তাদের কর্মী সমর্থকদের আগ্রহী করতে চেষ্টা চালাচ্ছে। বুধবার দুপুর দুটোতে সেই যোগাযোগ রক্ষার নতুন অধ্যায়ের সূচনা করলো বাম নেতৃত্ব।
সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য এবার নতুন অ্যাপ আনলো বামেরা। আজ দুপুর ২ টোয় Left Squad নামে এই অ্যাপস লঞ্চ করেছে বামেরা। জানা গেছে বামেদের সমস্ত কিছুই দেওয়া থাকবে ওই অ্যাপ এ। আজ সিপিআইএম নেতা মহম্মদ সেলিম অ্যাপ টি উদ্বোধন করেন। তার দাবি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য এই এপ লঞ্চ করেছে বামেরা।
আজকে সিপিআইএম এর ফেসবুক পেজে লাইভ করে সমস্ত কিছু জানান মহম্মদ সেলিম। যোগাযোগ ও তথ্যের সঙ্গে সঙ্গে অ্যাপটিতে একটি ডোনেশন এর জায়গা ও রয়েছে, যেখান থেকে সহজেই টাকা পাঠানো যাবে পার্টি ফান্ডে। অ্যাপসটিকে উদ্বোধন করে মহম্মদ সেলিম নিজে ৫ লাখ টাকা এই অ্যাপ দান করে এর পথ চলার সূচনা করেন।