সারাদেশে সাথে তাল মিলিয়ে গঙ্গারামপুর শহর জুড়ে পালিত হল বসন্ত উৎসব। সোমবার সকাল থেকেই শহরজুড়ে নানান ডান্স একাডেমির ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর জুড়ে পরিক্রমা করে এরপর শহরের বিভিন্ন জায়গায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন করেন আপামর বাঙালি পাশাপাশি এদিন গঙ্গারামপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায় একটি শিলান্যাস এর মাধ্যমে স্থায়ী দুর্গাপূজার মন্দিরের সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত ব্যবসায়ী অশোক জোয়াদ্দার সহ আরও অন্যান্য বিশিষ্ট।
বসন্ত উৎসবের এই পুণ্য তিথিতে সকলে একে অপরকে আবিরে রাঙা তে ব্যস্ত ছিলেন যখন সারাদেশব্যাপী করোনাভাইরাস আতঙ্কে আতঙ্কিত তখন তার ঠিক উল্টো চিত্র ধরা পরলো গঙ্গারামপুর শহর জুড়ে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন তৈরি ছিলেন সাদা পোশাকের মহিলা পুলিশ মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে মোতায়েন করা হয়েছিল শহরজুড়ে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার্স ও পুলিশ প্রশাসনের কর্মতৎপরতা ছিল চোখে পড়ার মতন সেবা সমিতির তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন সারেগামাপা খ্যাত শিল্পী অরিন্দম সিংহ রানা বিশিষ্ট ব্যক্তিরা পাশাপাশি শহরে প্রসিদ্ধ ডান্স একাডেমি ডান্স একাডেমি ছাত্রীদের আবালবৃদ্ধবনিতা উপস্থিতি ছিল চোখে পড়ার মতন ও কুশিয়ারা শহরবাসীর মধ্যে পাশাপাশি একে অপরকে আবিরে রাঙাতে ব্যস্ত ছিলেন সকলে তবে বলাই বাহুল্য গঙ্গারামপুরে করোনা ভাইরাসের আতঙ্ক কোন রকম রেশ টানতে পারেনি তাই একে অপরকে আবিরে রাঙ্গানো ব্যস্ত হয়ে আছেন।