রাজ্য

সারারাত নবান্নের কন্ট্রোল রুমে থেকে পরিস্থিতি নজর রাখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

আমফান নিয়ে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বিধ্বংসী সাইক্লোন নিয়ে এমনিতেই তৎপর রাজ্য সরকার। এই পরিস্থিতে রাজ্যে কি কি পদক্ষেপ নেওয়া হল তা স্পষ্টভাবে ব্যাখা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই উপকূলবর্তী অঞ্চল থেকে তিন লক্ষ মানুষকে সরিয়ে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা থেকে ২ লক্ষ, উত্তর ২৪ পরগনা থেকে ৫০,০০০, পূর্ব মেদিনীপুর থেকে ৪০,০০০ এবং পশ্চিম মেদিনীপুর থেকে ১০,০০০ মানুষকে সরানো হয়েছে। যাঁদের বাড়ি বিপজ্জনক অবস্থায় আছে তাঁদের ত্রাণশিবিরে যেতে বলা হয়েছে ইতিমধ্যেই। খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর হল১০৭০। এবং অন্য নম্বরগুলি হল ০৩৩-২২১৪-৩৫২৬-‌১৯৯৫।

রাজ্যবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রীর পরামর্শ, বৃহস্পতিবার প্রশাসন না বলা পর্যন্ত ঝড় থামতে দেখেই যেন কেউ বাড়ির বাইরে না বেরোন। তাছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন, মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড় আম্পান। সংশ্লিষ্ট সব দপ্তরকে পরিস্থিতি মোকাবিলায় নির্দেশ দেওয়া হয়েছে। পৌঁছিয়েছে বিপর্যয় মোকাবিলা দলও। মুখ্যসচিবের নির্দেশে কাজ করছে টাস্ক ফোর্স। সাইক্লোন সেন্টারে যতটা সম্ভব সতর্কতা নেবেন। পাশাপাশি তিনি রাতে নবান্নে থাকবেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, ক্রমশ উপকূলের দিকে এগোচ্ছে সুপার সাইক্লোন আম্পান। বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আছড়ে পড়ার কথা থাকলেও ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে ঝড়বৃষ্টি।

Loading

Leave a Reply