দেশ

সার্বিয়ান মডেল নাতাশার সঙ্গে বাগদান সারলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া

অবশেষে ব্যাচেলার জীবনের সমাপ্তি ঘটাতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই নিজের বিয়ের কথা ঘোষণা করে দিয়েছেন এই মারকুটে অলরাউন্ডার। সার্বিয়ার মডেল বলিউড অভিনেত্রী নাতাশা স্তাঙ্কোভিচের নিজের বাগদান পর্ব ইতিমধ্যেই সেরে ফেলেছেন হার্দিক। টিম ইন্ডিয়ার এই নির্ভরযোগ্য অলরাউন্ডার বর্তমানে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। কিন্তু এর মধ্যেই আচমকাই বাগদান পর্ব সেরে ফেললেন তিনি। লন্ডনের টেমস নদীর উপরে চলন্ত বোটে নাতাশার আঙুলে পরিয়ে দিলেন আংটি। এমনকী বাগদানের পর নাতাশাকে চুম্বন করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও তাঁর বন্ধুত্ব নিয়ে আলোচনার ইতি টানলেন অবশেষে। নতুন বছরের প্রথম দিনই বন্ধুত্বকে বিশেষ মর্যাদা দিলেন হার্দিক। সোশ্যাল মিডিয়ায় বান্ধবী নাতাশা সঙ্গে বাগদান পর্বের ছবি দিয়ে বলিউডের বিখ্যাত গানের লাইন দিয়ে হার্দিক লিখেছেন, ‘মে তেরা, তু মেরি, জানে সারা হিন্দুস্তান’ একটি ছবিতে লিখেছেন আতসবাজির রোশনাইয়ে সঙ্গে আমরা বছরটা শুরু করলাম।

নাতাশার সঙ্গে ছবি পোস্ট করতেই অভিনন্দনের ঝড় বয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় বলিউডের অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং ক্রিকেটমহলের অনেক অভিনন্দন জানাতে ভোলেননি। সার্বিয়ান হলেও অনেকদিন ধরেই ভারতে রয়েছেন নাতাশা। বর্তমানে তিনি মুম্বাইয়ের বাসিন্দা। একাধিক সিনেমায় তার উপস্থিতিও রয়েছে বলিউডে। আইটেম গার্ল হিসেবেই বেশি পরিচিত নাতাশা।

Loading

Leave a Reply