ভিডিও

সিএএর জনসমর্থন জোগাড়ে এবার মিসড কল, নতুন পন্থা বিজেপির

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা দেশেই সমর্থন হারাচ্ছে বিজেপি। দেশজুড়ে এই আইনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে বিরোধী থেকে বিভিন্ন সংগঠন এবং পড়ুয়ারাও। যা বিজেপির শীর্ষ নেতাদের চিন্তা দিনদিন বাড়াচ্ছে। এবার সি এ নিয়ে জনসমর্থন জোগাড় করতে মিসড কল অ্যালার্ট অভিযান চালু করতে চলেছে বিজেপি। শুক্রবার দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ একটি টোল ফ্রি নম্বর চালু করে এই অভিযানের সূচনা করেছেন। এছাড়াও ৫ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ১০ দিনেই সিএএ নিয়ে দেশজুড়ে প্রচার চালাবে বিজেপি। এই সম্পর্ক অভিযান কর্মসূচির মাধ্যমে দেশের ৩ কোটি পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের নিয়ে বোঝানোর পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের।

প্রচার কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রিসভা সমস্ত সদস্য, বিধায়ক দলের নেতা, সাংসদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএএ নিয়ে বিজেপি যে প্রচার কর্মসূচি নিয়েছে তারই অংশ হল মিসড কল অ্যালার্ট কর্মসূচি। একসময় বিজেপি নিজেদের সদস্য সংগ্রহ অভিযানের ক্ষেত্রে এরকম মিসড কল অ্যালার্ট চালু করে বিপুল সাড়া ফেলে দিয়েছিল। পুরনো সেই অভিজ্ঞতা থেকে নিয়ে একই পথে হাঁটতে চাইছে গেরুয়া শিবির। এনিয়ে জনসমর্থন জোগাড় করতে বিজেপি যে মরিয়া হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। দেশজুড়েই এনিয়ে তারা লাগাতার কর্মসূচিতে নামতে চলেছে।

Loading

Leave a Reply