রাজ্য

সিএএ ইস্যুতে ছবি এঁকে প্রতিবাদ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই মুহূর্তে সিএএ নিয়ে তোলপাড় সারাদেশ। আর প্রথম থেকেই এই ইস্যুতে সরব আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একটু অন্যভাবে প্রতিবাদে শামিল হলেন তিনি। নিজে হাতে ছবি এঁকে এই বিলের বিরোধিতা করলেন তিনি। তার সাথে রয়েছেন শিল্পী যোগেন চৌধুরি, শুভাপ্রসন্ন, ঈশা মহম্মদ প্রমুখ। কালো ক্যানভাসের ওপর শিল্পীরা ছবি আঁকেন। ৪০ জন শিল্পীর জন্য ৪০টি ক্যানভাস রাখা হয়েছিল। এক মহিলার মুখের ছবি আঁকেন মমতা। মহিলার কপালে লিখে দেন ‘‌ক্যা’‌, ‌ক্রন্দনরত মহিলার দু’‌চোখের পাতায় লেখা রয়েছে ‘‌নো’‌, গালে লেখা হয় ‘‌এনপিআর, এনআরসি’‌।শুভাপ্রসন্ন আঁকেন একটি বড় মাছ। মাছটি গিলে খাচ্ছে ছোট মাছগুলি‌কে।

মমতা বলেন, কালো ক্যানভাস রাখা হয়েছিল তার কারণ, আমরা অন্ধকারের মধ্যে দিয়ে চলেছি।গান্ধীমূর্তির নিচে ছবি আঁকা শেষ হওয়ার পর মমতা সাংবাদিকদের বলেন, ‘‌শিল্পীরা নিঃশব্দে ছবি এঁকে প্রতিবাদ জানিয়ে গেলেন। তাঁরা তাঁদের যন্ত্রণা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কয়েকজন নাম করা শিল্পী ও জুনিয়র শিল্পী এখানে এসেছিলেন। এমন অভিনব প্রতিবাদ ভারতের অন্য কোনও রাজ্যে হয়নি।’ মমতা শিল্পীদের ধন্যবাদ জানিয়েছেন।‌ ‘‌এই ছবিগুলি সংরক্ষণ করা হবে। বলেও জানান তিনি। পরবর্তীকালে সাধারণ মানুষের জন্য প্রদর্শনী করা হবে।’‌ ক্যা, এনআরসি ও এনপিআর সভ্যতার লজ্জা। কথা বলার চেয়ে, কথা না বলে ছবির মাধ্যমে সবচেয়ে জোরালো প্রতিবাদ করা যায়। আমি শিল্পীদের কাছে কৃতজ্ঞ। ঘৃণার রাজনীতি ভাল চোখে দেখি না।

Loading

Leave a Reply