রাজ্য

সিএএ নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দলেরই সাংসদ শান্তনু ঠাকুরের, চাকা ঘোরাতে আসরে তৃণমূলও

করোনা পরিস্থিতির মাঝেই সিএএ নিয়ে ফের শুরু হল জলঘোলা। এমনকী মতুয়াদের হয়ে সওয়াল করতে গিয়ে বিজেপিকেই বিপাকে ফেললেন দলেরই সাংসদ। সংশোধিত নাগরিকত্ব আইন দ্রুত কার্যকর না হওয়ায় ক্ষিপ্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ মতুয়ারা কোন পথে চলবেন সেটা তারাই ঠিক করবেন অত্যন্ত কার্যকর না হওয়ায় রবিবার বারাসাতে মতুয়াদের সম্মেলনে জানালেন খোদ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এ নিয়ে বিজেপির অন্দরে তীব্র জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটে তৃণমূলের মতুয়া ভোটব্যাঙ্ক ধসিয়ে বিপুল ভোটে জেতেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ২০১৯ সালের ডিসেম্বরে প্রবল বিতর্কের মাঝেই লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল।

তারপর থেকে কোনও সমাবেশ ও সভায় গেলে মতুয়াদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে। কারণ গত ন’মাসেও সিএএর প্রক্রিয়া কার্যকর হয়নি। সামনে বিধানসভা ভোট রয়েছে। তাই এ নিয়ে বিজেপিকে বিপাকে পড়তে হতে পারে বলে শান্তনু ঘনিষ্ঠদের মত। তাই বারাসাতের সভা থেকে স্পষ্ট সেকথা তুলে ধরেন সাংসদ। তবে সংসদের এই মন্তব্যের পর এই আসরে নেমেছে তৃণমূলও। তাদের দাবি, দেরিতে হলেও শান্তনু ঠাকুর বুঝতে পেরেছেন যে কেন্দ্র মতুয়াদের নিয়ে ভোটের রাজনীতি করছে।

Loading

Leave a Reply