ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট ধলাই জেলা:-এডিসি নির্বাচন ঘোষণার আগেই সিপিএম দলের ভাঙ্গন। আজ ছিল ৪৪ নং রাইমা ভেলি মন্ডল কমিটি উদ্যগে গঙ্গাবগর বাজারে যোগদান সভা।সভায় ছিলেম পূর্ব লোকসভা আসনের এমপি,তথা যুব জনজাতি সভাপতি রেবতি এিপুরা,টিটিএএডিসি প্রক্তন ইএম পতিরাম এিপুরা,এিপুরা কোর কমিটির সদস্য,এবং রাইমাভ্যেলি মন্ডল সভাপতি ভূৃমিকানন্দ রিয়াং।
এই যগদান সভায় সিপিএম আইপিএফটি ছেড়ে প্রায় ৫৪ পরিবারবারপর ১৪১ ভোটার জনজাতি পদ্ম শিবিরে সামিল হন।তাদের হাতে দলিয় পতাকা তুলে দেন সংসদ রেবতী ত্রিপুরা বিমল কান্তি চাকমা বিকাশ মণ্ডল কমিটির সম্পাদিকা সতী রানী সানোয়ার পতাকা দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন। ভাষণ রাখেন টি টি এ ডি সি ইএন পতিরাম ত্রিপুরা ত্রিপুরা।