দেশ

সীমান্তে সেনাবাহিনীর সুরক্ষায় এবার ‘ভাবা কবজ’

নতুন রক্ষাকবচ। যা আটকে দিতে পারে একে ৪৭-এর বুলেটও। এক্ষেত্রে আত্মনির্ভরতা দেখাচ্ছে ভারত। হায়দ্রাবাদের মিশ্র ধাতু নিগম লিমিটেড আন্তর্জাতিক মানের এই রক্ষাকবচ বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করছে। যেটির নাম দেওয়া হয়েছে ভাবা কবজ। একদিকে সিঁড়ি অন্যদিকে পাকিস্তান। ভারতীয় সেনারা এখন জোড়া চ্যালেঞ্জের মুখোমুখি। তাই এই পরিস্থিতিতে সেনাদের সুরক্ষা দিতে এই বিশেষ কবচ তৈরি করা হচ্ছে।

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের তৈরি প্রযুক্তির উপর ভিত্তি করেই এই বুলেট প্রুফ জ্যাকেট তৈরি হয়েছে। পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য আধা সেনার হাতে কয়েকশো ভাবা কবজ তুলে দিয়েছে এই সংস্থা। এছাড়াও সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক মানের প্রটেক্টিভ গিয়ার ও বুলেটপ্রুফ গাড়িও তৈরি করছে এই সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, বিপুল সংখ্যায় এ ধরণের বুলেট প্রুফ জ্যাকেট তৈরির পরিকাঠামো তাদের রয়েছে। তবে এখানেই থেমে থাকছে না তারা।

বিশ্বজুড়ে প্রতিদিন সমরাস্ত্রের আধুনিকীকরণ হচ্ছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই জ্যাকেট, গাড়ি সহ অন্যান্য সামগ্রীগুলি আপডেট করার চেষ্টা চালাচ্ছেন সংস্থার আধিকারিকরা। সেনাদের ব্যবহারের জন্য যে বুলেট প্রুফ গাড়ি তৈরি হচ্ছে, তাতেও থাকছে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তিতে টায়ার ফেটে গেলেও সেই অবস্থায় গাড়ি ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে।

Sponsor Ad

Loading

Leave a Reply