অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্য। অনেকদিন থেকেই বিভিন্ন হেভিওয়েট অভিনেতার নাম শোনা যাচ্ছিল। এই মৃত্যু রহস্যের পর থেকেই নেপোটিজম ইস্যুতে তোলপাড় হয় বলিউড। এবার এই ঘটনায় সালমান খানকে হাজিরার নোটিস দিল মোজাফফরপুরের জেলা আদালত। সালমান খান ছাড়াও প্রযোজক করণ জোহার, আদিত্য চোপড়া, পরিচালক সঞ্জয় লীলা বানসালি, চিত্র নির্মাতা একতা কাপুর সহ ৯ জনকে আদালতে হাজিরার নোটিস পাঠানো হয়েছে।
এর আগে মুম্বই পুলিশও বলিউডের বেশ কয়েক জনকে অভিনেতাকে তলব করে। এবার মুজফফরপুর জেলা আদালতের একই অভিযোগ উঠেছে। সেই মামলার শুনানিতে রবিবার বলিউডের এক ঝাঁক তারকাকে নোটিশ পাঠিয়েছে আদালত। সুশান্ত মৃত্যু মামলায় ইতিমধ্যেই ড্রাগ যোগ নিয়ে ইতিমধ্যেই তদন্ত করছে এনসিবি। মাদক যোগে ইতিমধ্যেই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। এরইমধ্যে বলিউডের প্রথম সারির অভিনেতা সালমান খান সহ একঝাঁক পরিচালককে আদালতের নোটিশ পাঠানো ঘিরে নতুন জল্পনা সৃষ্টি হয়েছে।