তাকে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। এ কথা বারবার দাবি করছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর পরিবার। যদিও আপাতত সেই দাবি নস্যাৎ করে দিয়েছে এইমসের রিপোর্ট। বিষ প্রয়োগে মারা যাননি সুশান্ত সিং রাজপুত। এই রিপোর্ট কার্যত অভিনেতার মৃত্যু-রহস্যে যবনিকা ফেলতে চলেছে। এইমসের চিকিৎসকের নেতৃত্বাধীন কমিটি ভিসেরা ও ময়নাতদন্তের পুনর্মূল্যায়ন রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে।
সূত্রের খবর সেখানে বিষ প্রয়োগের সম্ভাবনা সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়েছে। সুশান্তের পরিবার ও অনুরাগীদের পক্ষ থেকে বারবার এই দাবি করা হচ্ছিল। তবে তাদের সেই সন্দেহ কার্যত নস্যাৎ করে দিয়েছে এই রিপোর্ট। তবে এ নিয়ে অবশ্য চিকিৎসকরা কিছু জানাননি। যা বলার সিবিআই বলবে বলেই তাদের দাবি।
এই রিপোর্ট অবশ্য গ্রেপ্তার হওয়া সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী কে কিছুটা হলেও স্বস্তি জোগাবে। অন্যদিকে মাদক মামলায় কিছুটা হলেও স্বস্তি পেলেন তিন অভিনেত্রী দীপিকা পাডুকোন শ্রদ্ধা কাপুর ও সারা আলি খান। কারণ এনসিবির বয়ান অনুযায়ী এখনও পর্যন্ত অভিনেত্রীদের মোবাইল ঘেঁটে মাদক কারবারীদের সঙ্গে কোনওরকম যোগসূত্রের প্রমাণ মেলেনি।