দীর্ঘদিনের বৈষম্য মিটল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এর জেরে। এবার সেনাবাহিনীর মহিলা অফিসারদের স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। এমনকী মহিলা অফিসারদের বাহিনীকে নেতৃত্ব দেওয়ার অধিকারকেও মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এতদিন তাঁরা স্থায়ী কমিশনড অফিসার পদে কাজের সুযোগ পেতেন না। ২০ বছর নাহলে মাত্র ১৪ বছর পর্যন্ত কাজের সুযোগ মিলত। এবার সেই বৈষম্য দূর হতে চলেছে। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিন মাসের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

মহিলা অফিসারদের ব্রাত্য রাখার ক্ষেত্রে শারীরিক সীমাবদ্ধতা বা সামাজিক রীতিনীতির দোহাই দেওয়ার জন্য কেন্দ্রকে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়। বিচারপতিরা জানিয়েছেন, কেন্দ্রের দেওয়া এইসব যুক্তি লিঙ্গ বৈষম্য মূলক, পুরনো ধারণাপ্রসূত ও বিরক্তিকর। মহিলা সদস্যরা অতীতে দেশের জন্য অনেক বীরত্বের সম্মান এনেছেন। সেনাবাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায় মাইলফলক হয়ে উঠল বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। আদালতের স্পষ্ট বক্তব্য সশস্ত্রবাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যে সরকারকে মানসিকতায় বদল আনতে হবে।
মহিলা অফিসারদের কমান্ড পোস্টিং বাহিনীকে নেতৃত্ব দেওয়ার অধিকার দানের ক্ষেত্রে কোনও বাধা রইল না। তবে মহিলাদের কমব্যাট ভূমিকায় মোতায়েন করার নীতিগত বিষয়। ঠিক যেমনটা রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখতে হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।