ইরানের রাষ্ট্রীয় শোক বদলে গেল দুর্ঘটনায়। মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের সেনা কর্তা জেনারেল কাশেম সোলেমানির শেষ যাত্রায় ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মঙ্গলবার ৫০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন ১৯০ জন। ইরানের সরকারি টিভি চ্যানেল সূত্রে জানা গেছে, এদিন ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব ইরানে সোলেমনাির জন্ম শহর কারমানে। শেষকৃত্যের জায়গায় পৌঁছানোর জন্য এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পদপিষ্টের ঘটনার কথা স্বীকার করেছেন সে দেশের জরুরি চিকিৎসা পরিষেবার প্রধান পির হোসেন কৌলিবন্দ। এমনকী সোলেমানির শেষকৃত্যে অংশ নেওয়া মানুষের হুড়োহুড়ির ছবি এবং পদপৃষ্ট হয়ে রাস্তায় পড়ে থাকা একাধিক দেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে সোলেমানির মৃত্যুর পর থেকেই ফুটছে গোটা দেশ। দেশবাসী এই মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। যা নিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে। অন্যদিকে যে কোনও হুমকির সামনে ইরান যে মাথা নত করবে না তার সাফ জানিয়ে দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট হাসান রৌহানি। টুইটারে ট্রাম্পের হুমকির জবাবে তিনি জানিয়েছেন, ইরানকে ভয় দেখাবেন না। ১৯৮৮ সালে ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯০ জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা ৫২ সংখ্যার কথা মনে করাচ্ছেন, তাদের ২৯০ নম্বরটি মনে রাখা উচিত। ইরানের এক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ১৩টি পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করছে তেহরান। সে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবকে উদ্ধৃত করে জানানো হয়েছে, ইরানের সব থেকে দুর্বল পরিকল্পনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য দুঃস্বপ্নের হয়ে উঠবে।